এ রহমান অলি, লন্ডন থেকে ॥ যুক্তরাজ্য সফররত দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস সম্পাদক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইনকিলাব ও ডিবিসি নিউজ হবিগঞ্জ জেলা প্রতিনিধি মেঃ ফজলুর রহমান এর সাথে যুক্তরাজ্য হবিগঞ্জবাসী পক্ষ থেকে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। দলমত নির্বিশেষে সকলের উপস্থিতিতে মতবিনিময় সভাটি হবিগঞ্জবাসীর মিলন মেলায় পরিণত হয়। গত ১৬ অক্টোবর পূর্ব লন্ডনে অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি মোঃ গাজীউর রহমান গাজী। হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সাবেক ছাত্রনেতা সাহিদুর রহমানের যৌথ পরিচালনায় কোরান তেলাওয়াত করেন মাওঃ বদরুদ্দোজা চৌধুরী শামীম। স্বাগত বক্তব্য রাখেন বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টারের ডাইরেক্টর ও চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক জালাল আহমেদ। বক্তব্য রাখেন সর্বইউরোপীয় মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন খান, ইকবাল ফজলু, আব্দুস সালাম, সামসুদ্দিন আহমেদ, তুহিন চৌধুরী, সিরাজুল ইসলাম, গীতিকবি জাহাঙ্গীর রানা, শেখ কামাল, মোঃ গিয়াস উদ্দিন, জালাল উদ্দিন, লুৎফুর রহমান ছায়েদ, দেওয়ান আব্দুল মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, চৌধুরী ফয়জুর রহমান মোস্তাক, সামসুল ইসলাম মঞ্জু, মনিরুজ্জামান খিরাজ, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, নিউটন আহমেদ, মারুফ চৌধুরী, ব্যারিষ্টার আশরাফুল আলম চৌধুরী, দেবাশীষ বনিক দেবু, ইকরামুল বর চৌধুরী উজ্জল, কাজী তাজ উদ্দিন আকমল, মামুন খান, সৈয়দ শাহনেওয়াজ, সৈয়দ মারুফ আহমেদ, অজিত লাল দাশ, কামাল চৌধুরী, একাউন্টেন্ট ইমরুল হোসেন, শাহজাহান কবির, আলাল মহসিন, আফজাল খান, সালেহ আহমেদ, সাইফুল ইসলাম হেলাল, দেলোয়ার হোসাইন লিটু, নোমান, গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত, হামজা রহমান প্রমুখ।হবিগঞ্জ ইয়ূথ এসোসিয়েশন ইউকে ও যুক্তরাজ্য হবিগঞ্জবাসীর পক্ষ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে আয়োজিত নৈশভোজে সকলে অংশগ্রহণ করেন।