স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক এবং হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জিকে গউছসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার। গতকাল বুধবার বিকেলে শহরের মুসলিম কোয়ার্টার থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে পথসভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।