শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজমিরীগঞ্জ কলেজের দুইদল শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৯৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে দুই দল শিক্ষার্থীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা দেখা দেয় এবং রাতে আবারও উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। জানা যায়, গতকাল ১৮ অক্টোবর আজমিরীঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে আজমিরীগঞ্জ সরকারি কলেজের ইন্টার ১ম বর্ষের শিক্ষার্থী আল আমিন ও তার বন্ধুদের কলেজ ছাত্রদলে যোগ দিতে বললে তাজ ও অফুরন্তের লোকদের সাথে ছাত্রলীগের সভাপতি ফাহিম আহমেদ ইমনের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে সন্ধ্যা ৭টার দিকে আজমিরীগঞ্জ শাহী ঈদগাহ সংলগ্ন এলাকায় ফাহিম ও অফুরন্তের লোকজন আবারো হাতাহাতি ও বাকবিতন্ডায় জড়িয়ে পরলে উভয়পক্ষ তাদের লোকজন নিয়ে আজমিরীগঞ্জ লালমিয়া বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কলেজের বিষয় সম্পর্কে জানতে আজমিরীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফারুক আহমেদ জানান, কলেজের নতুন ভবনের ৪র্থ তলায় শেখ রাসেল’র জন্মদিবসের আলোচনা সভা চলাকালীন হঠাৎ কলেজের নিচে গন্ডগোলের আওয়াজ শুনতে পাই। পরে নিচে নেমে পরিস্থিতি শান্ত দেখতে পাই। তবে কার কার মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে আমরা সনাক্ত করতে পারিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com