স্টাফ রিপোর্টার ॥ লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে থানা পুলিশের দুটি দল পৃথক অভিযান চালিয়ে উপজেলার শিবপুর গ্রামের মৃত এনাম কাজীর ছেলে তৌহিদ কাজী ও লক্ষীপুর গ্রামের জজ মিয়ার ছেলে হাছান আলীকে তাদের বাড়ী থেকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত আসামীদের কে বুধবার (১৮ অক্টোবর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।