বানিয়াচং প্রতিনিধি ॥ “শেখ রাসেল দিপ্তীময় নির্ভীক নির্মল দুর্জয়” এ প্রতিপাদ্যের আলোকে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এঁর ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ কুমার দেবের সঞ্চালনায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী। তিনি বলেন, ৭৫ এর ১৫ আগষ্ট দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তে মুক্তিযোদ্ধ বিরোধীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে। ঘাতকদের কবল থেকে বার বার বাঁচার আকুতি জানালেও বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র ছোট্ট শেখ রাসেলকেও ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। তিনি বলেন আসুন দেশের স্বাধীনতা রক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে মিলে দেশী বিদেশী চক্রান্ত রুখে দিয়ে আবারও দেশরত্ন শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্টিত করি। সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান বলে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল ছিলেন একজন মেধাবি শিশু। তিনি বেঁচে থাকলে আজ হয়তো দেশের নেতৃত্বে দিতেন।
বিশেষ অতিথির বক্তৃতায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন, শে রাসেল হলেন একটি আবেগ, ভালোবাসার নাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজহান মিয়া, সাংবাদিক জীবন আহমেদ লিটন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, সাংবাদিক আজমল হোসেন খান ও ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডাক্তার শামীমা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল হক, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, সাংবাদিক মোঃ আব্দাল মিয়া, শেখ জোবায়ের জসিম প্রমুখ। সভাশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা পরিষদের ৫ম তলায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের স্থানীয়ভাবে উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। এদিকে শেখ রাসেল দিবস উপলক্ষে সকাল ১০ টায় শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ ও সাড়ে ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।