লন্ডন প্রতিনিধি ॥ ইংল্যান্ড সফররত হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমানকে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে। লুটন আনন্দ মহলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে সভাপতি ফজিলত আলী খান।
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরু পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওঃ বদরুদ্দোজা চৌধুরী শামীম। বক্তব্য রাখেন- ডাঃ খায়রুল ইসলাম হেলাল, লুটন কাউন্সিলের সাবেক মেয়র ও কাউন্সিল মোঃ আবু তাহের খান, বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন কমিটির সহ-সভাপতি আবু নাসের সাজন, হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে’র সহ-সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম সজল, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, সদস্য জাকারিয়া আহমেদ, সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন, বৃন্দাবন কলেজের এলামনাই এসোসিয়েশন ইউকে’র সভাপতি অলিউর রহমান অলি, লুটন কাউন্সিলের কাউন্সিল আজিজুল আম্বিয়া, লুটন কাউন্সিলের কাউন্সিল শাহানারা নাসের, আইও এনটিভির প্রতিনিধি ময়নুল ইসলাম দুলাল প্রমুখ। পরে সংবর্ধিত অতিথি সহ অতিথিবৃন্দরা আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন।