স্টাফ রিপোর্টার ॥ শহরের বিভিন্ন বাজারে সবজির পাশাপাশি ডিমের দাম বেড়েছে। যদিও শীত মৌসুমে এসব পণ্যের অনেকটা কম থাকার কথা, কিন্তু সরেজমিন ঘুরে দেখা গেছে এসবের দাম বেড়েই চলেছে। ধাপে ধাপে এক শ্রেণির ব্যবসায়ীরা বাড়ানোর ফলে মধ্যবিত্ত পরিবারের লোকজন বিপাকে পড়ছেন।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা
যায়, প্রোল্টি মোরগের ডিম ৫০ থেকে ৬০ টাকা, হাসের ডিম ৭৫-৮০ টাকা, আলু ৫০ থেকে ৫৫ টাকা, মুখি ৮০-১০০, টমেটো ৮০-১২০ টাকা, আদা ২শ থেকে ৪০০ টাকা, সিম ১৬০-১৭০ টাকা, কাচাঁমরিচ ২৫০-৩০০ টাকা, পাশাপাশি প্রোল্টি মোরগ, গরুর মাংস, কক মোরগ ইত্যাদির দামও ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। কয়েকজন ক্রেতারা জানান, এমন করে বাড়াতে থাকলে আমাদের বাঁচা মুশকিল হয়ে যাবে। বিক্রেতাদের দাবি অতিরিক্ত দামে কিনতে হয়, তাই বেশি দামে বিক্রি করতে হয়। তাই সকলেই বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।