ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা দিনারপুরে যুবসমাজের দূর সাহসিক উদ্যোগে ইয়াবা বিক্রিকালে সবুজ মিয়া ওরফে ইয়াবা সবুজ (২৮) কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের লালটিলা উড়ারপাড়া এলাকায় ইয়াবা বিক্রিকালে স্থানীয় কয়েকজন যুবক সবুজকে আটক করে। আটককৃত সবুজ মিয়া ওরফে ইয়াবা সবুজ (২৮) গজনাইপুর ইউনিয়নের উত্তর লামরোহ গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়- নবীগঞ্জ উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলখ্যাত দিনারপুর পরগণার শীর্ষ মাদক ব্যবসায়ী সবুজ মিয়া ওরফে ইয়াবা সবুজ। সোমবার রাতে পানিউমদা ইউনিয়নের লালটিলা উড়ারপাড়া এলাকায় ইয়াবা বিক্রি করতে যায় সবুজ। এ সময় স্থানীয় যুবক বিষয়টি আঁচ করতে পেরে সবুজকে আটক করে পানিউমদা ইউনিয়ন অফিসে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে গোপলার তদন্ত কেন্দ্রের এস আই স্বাধীন চন্দ্র তালুকদার ও এএসআই আতাউল গণিসহ একদল পুলিশ ইউনিয়ন পরিষদের গিয়ে সবুজের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা জব্দ করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান- স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ সবুজকে ইয়াবাসহ আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।