স্টাফ রিপোর্টার ॥ ড্রেজার মেশিন চুরির মামলার মুল হোতা অলি মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। সে সদর উপজেলার সৈয়দাবাদ গ্রামের আব্দুস সহিদের পুত্র ও মেম্বার। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ড্রেজার মেশিন চুরির মামলা রয়েছে। সে এতোদিন আত্মগোপনে ছিলো।