নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত রবিবার ডাক বাংলো সংলগ্ন আনন্দ নিকেতনের অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যায় সংগঠন এর সভাপতি দীপংকর ভট্টাচার্য্য দেবুল ও সাধারন সম্পাদক সাহেদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন, সংগঠন এর উপদেষ্টা স্বাস্থ্য বিভাগের সাবেক প্রোগ্রাম মেনেজার ও সাবেক সিভিল সার্জন ডাঃ সফিকুর রহমান, নবীগঞ্জ গণপাঠাগার এর সভাপতি ডাঃ তাপস আচার্য্য, নবীগঞ্জ সরকারী কলেজের প্রভাষক অসিম কুমার রায়।
বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য তনুজ রায়, প্রতিষ্ঠাতা আহবায়ক কাঞ্চন বনিক, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, সাবেক সাধারণ সম্পাদক বিদ্যুৎ রায়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৌমেন রায়, সাবেক সাংগঠনিক সম্পাদক অরুনাভ বনিক পলাশ, গৌতম দাশগুপ্ত, গোপাল সুত্রধর, মিন্টু চন্দ্র চন্দ্র, মো আছাব আলী, ভাষ্কর দও রায় রাহুল, সাদিক আহমেদ শান্ত, স্বাগত দাশ, জয় ঘোষ, প্রান্ত পুরকায়স্থ। সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন এর সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং সভাপতি পদে দীপংকর ভট্টাচার্য্য দেবুলকে পুনরায় সভাপতি ও অরুনাভ বনিক পলাশকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য দ্বায়িত্ব অর্পণ করা হয়। সভায় বক্তারা বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চা মানুষকে বিনয়ী হতে শেখায়, সমাজ এ পরিশুদ্ধ মানুষ তৈরি করে মাদক এর আগ্রাসন থেকে এই প্রজন্মকে বাঁচাতে হলে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। আনন্দ নিকেতন তার ধারাবাহিকতা বজায় রেখে চলার চেষ্টা করে সংগঠনের ২৩ বছরের ধারাবাহিক কার্যক্রমকে আরো প্রসারিত করতে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান।