স্টাফ রিপোর্টার ॥ ব্র্যাকের সামাজিক মতায়ন ও আইনি সুরা কর্মসূচির অধিকার এখানে, এখনই প্রকল্পের আওতায় ভাদৈ আইডিয়াল হাই স্কুলে শিক্ষার্থীদের নিয়ে ব্র্যাকের কৈশরবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে সচেতনতামূলক আলোচনা সভা, চিত্রাংকন, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভাদৈ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম, সিনিয়র শিক্ষক ফরীন্দ্র চন্দ্র দাশ, সহকারি শিক্ষক বেনজির আহমেদ, গোপায়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ কামাল মিয়া, ইখতিয়ার লোদী সানি। ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে ও ইয়ূথ লিডার ইমরান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা প্রকল্পের ডিস্ট্রিক্ট ইয়ূথ মবিলাইজার তানিয়া সুলতানা, ইয়ূথ লিডার রাজেশ রায়, সানজানা আক্তার, বিথি, পূর্ণা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বলেন, কিশোর-কিশোরীদের দৈহিক সুস্বাস্থ্য এবং মানসিক বিকাশ নির্ভর করে বয়স উপযোগী যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং সেবা প্রাপ্তির উপর। কিন্তু অধিকাংশ কিশোর-কিশোরী বয়ঃসন্ধিকালে যে শারীরিক ও মনোদৈহিক পরিবর্তনের মধ্য দিয়ে যায় সে ব্যাপারে তাদের যথেষ্ট ধারণা থাকে না। শিার্থীর শারীরিক স্বাস্থ্যের সঠিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছাত্রীদের বয়ঃসন্ধিকালে মাসের গুরুত্বপূর্ণ দিনগুলোতে শাকসবজি ও দেশীয় ফলমূল খাওয়ার পরামর্শ দেন তিনি। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- ছাত্রীদের নিয়মিত উপস্থিত থাকার লক্ষ্যে প্রতিটি স্কুলে জেন্ডার ভিত্তিক টয়লেট স্থাপনের জন্য প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। ধীরে ধীরে সারাদেশে ও প্রত্যন্ত অঞ্চলের স্কুলে জেন্ডার ভিত্তিক টয়লেট স্থাপন করা হবে। যার ফলে স্কুলে নিয়মিত বাড়বে ছাত্রীদের উপস্থিতি। শিক্ষিত নারীরা দেশের উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারবে। শেষে চিত্রাংকন, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।