স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বাল্য বিয়ে পড়ানোর মামলায় আটক কাজী আবুল হাসান বাচ্চু (৩৫) এর রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসেনের আদালতে সদর থানার এসআই সনক কান্তি দাশ তার ৫ দিনের রিমাণ্ড আবেদন করলে ১ দিনের রিমাণ্ড মঞ্জুর করা হয়। এর আগে গত ৮ অক্টোবর বাচ্চুকে সদর উপজেলার বহুলা গ্রামের ভাড়া বাসা থেকে আটক করে। সে নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের আমরুল মিয়ার পুত্র ও বেবিষ্ট্যান্ড এলাকার কাজী। জানা যায়, শায়েস্তানগর এলাকার আব্দুল মন্নানের পুত্র শাহীনুর রহমান মাহি (১৯) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে চুনারুঘাট উপজেলার নরপতি কেন্দুয়াবহ গ্রামের ওয়াহিদ মিয়ার কন্যা তাহমিনা খাতুন (২০) এর সাথে। কিন্তু বয়স না হওয়া স্বত্তেও ভূয়া জন্মনিবন্ধন দিয়ে কাজী বাচ্চু মিয়া টাকার বিনিময়ে ২৫-০৮-২০২০ সালে বিয়ে দেন। এতোদিন বিয়ে গোপন ছিলো। পরে জানাজানি হলে শাহীনুর রহমানের মা জাহানারা খাতুন বাদি হয়ে কোর্টে বাল্য বিয়ে নিরোধ আইনে কাজীসহ তাহমিনা খাতুন ও অন্যান্যদের ওপর মামলা করেন গত ৭ অক্টোবর। বিচারক মামলা আমলে নিয়ে সদর থানাকে মামলা রুজুর নির্দেশ দেন। কাজী বাচ্চু মিয়া জানান, ছেলে-মেয়ে আমার কাছে জন্মনিবন্ধন নিয়ে এসেছে। এতে বয়স সঠিক ছিলো। তাই বিয়ে পড়িয়েছি। কিন্তু এতে ছেলের মা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি নিদোর্ষ। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সনক জানান, রিমান্ডে এনে কাজীর কাছ থেকে আরও তথ্য উৎঘাটন করা হবে।