বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বর হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তারা ॥ অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ এর উদ্যোগে নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ১০টায় নিউ ফিল্ড হবিগঞ্জে এক বিক্ষোভ মিছিল পূর্ব প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাওলানা আবুসালেহ্ সাদী এবং মাওলানা লোকমান সাদী, মাওলানা জাবের আল হুদা চৌধুরীর যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ এর সভাপতি আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী তার বক্তব্যে বলেন, ৭৫ বছর ধরে ইসরাইলী সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের উপর জুলুম অত্যাচার ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মুসলমানদের রক্ত নিয়ে এভাবে হুলিখেলা চলতে দেয়া যায় না। ফিলিস্তিনের মুসলমান জেগেছে তাদের মাতৃভূমি উদ্ধারে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইল নামক সন্ত্রাসী রাষ্ট্রকে মুছে দিতে হবে। আল্লামা ওলীপুরী বলেন- আজ বিশ্ববাসীর কাছে এ কথা পরিস্কার হয়ে গেছে যে, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিত রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। তাই অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করার জন্য ও.আই.সি জাতিসংঘ ও মুসলিম দেশগুলোর প্রতি উদাত্ত আহবান জানান। ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ এর সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ্ সাদী বলেন- গাজা উপত্যকায় প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি বসবাস করে, আজ সেখানে পানি, খাদ্য, গ্যাস, বিদ্যুৎ সবকিছু অবরোধ করে রেখেছে ইসরাইল। বস্তুত ইসরাইলীরা শুধু ইসলাম ও মুসলমানদের শত্রু নয় এরা মানবতারও শত্রু। তিনি বলেন- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একমাত্র ব্যবস্থা জিহাদ। তাই মুসলিম বিশ্বের সবাইকে নিজ নিজ সামর্থ অনুযায়ী মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহবান জানান। মাওলানা আবু সালেহ্ সাদী আরও বলেন- ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ এর আহবায়ক কমিটি, প্রত্যেক উপজেলা ও পৌরসভায় ইতিমধ্যেই গঠিত হয়েছে। আগামী ৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় রায়ধর মাদ্রাসায় ইসলামী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্টিত হবে। এতে সংগ্রাম পরিষদের সকল নেতাকর্মীদের উপস্থিতি কামনা করি।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী, জনাব মশিউর রহমান শামীম, আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল, মাওলানা সাইদুর রহমান, মাওলানা নোমান আহমেদ, মুফতি তোফাজ্জল হক, মাওলানা তাজুল ইসলাম লাখাই, মাওলানা সিরাজুল ইসলাম বানিয়াচং, মাওলানা ফজলুর রহমান নবীগঞ্জ, মাওলানা আব্দুল লতিফ লাখাই, মাওলানা সফিকুর রহমান নবীগঞ্জ, মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল হাই বাহুবল, মাওলানা সফিকুর রহমান মাধবপুর, মাওলানা রফিকুল ইসলাম শায়েস্তাগঞ্জ, মাওলানা আবু মুছা আজমিরীগঞ্জ, মাওলানা আব্দুল হালিম শীমেরগাঁও, মাওলানা হারুনুর রশিদ, চুনারুঘাট, মাওলানা আজিজুল হক চুনারুঘাট, মুফতি ইযহারুল ইসলাম, মাওলানা আলী আহমদ জালালাবাদ, মাওলানা আলী আহমদ তালুকদার, মাওলানা মজিবুর রহমান বানিয়াচং, মাওলানা আবুল কালাম হামিদনগর মাদ্রাসা বাহুবল, মাওলানা শরীফ উদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। ইসরাইল বিরোধী শ্লোগানে সারা শহর প্রকম্পিত হয়ে যায়, স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে বৃন্দাবন কলেজ এর গেইট এর সামনে আল্লামা নূরুল ইসলাম ওলীপুরীর মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com