বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে বিশ্ব দৃষ্টি দিবসে শোভাযাত্রা ও বিনামূল্যে শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলা সদরের সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অরবিট ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ সেবা প্রদান করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের বানিয়াচং প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্র। দৃষ্টি দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে অংশগ্রহণ করেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব চন্দ, সহকারি শিক্ষক শফিউল আলম খান মুসা, সহকারি শিক্ষিকা নাজমা আক্তার, সহকারি শিক্ষিকা সোহেলী ইয়াসমিন মনি, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের বানিয়াচং প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রের ইনচার্জ ডাক্তার জসিম উদ্দিন, ডাক্তার মনসুরা আক্তার, বড়বাজার রাবেয়া মেডিকেলের প্রোপাইটর ইকবাল হোসেন খান, বিভিন্ন ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে বিনামূল্যে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও প্রেসক্রিপশন প্রদান করেন ডাক্তার জসিম উদ্দিন ও ডাক্তার মনসুরা আক্তার।