স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলকে হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ কারান্তরীন থাকায় আমিনুল ইসলাম বাবুলকে এই দায়িত্ব প্রদান করা হয়। গত ১০ অক্টোবর জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন এই দায়িত্ব প্রদান করেছেন। এই সিদ্ধান্ত ইতো মধ্যেই কার্যকর হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন যুবদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক এডভোকেট আজিজুর রহমান আকন্দ। আমিনুল ইসলাম বাবুল এর পূর্বে হবিগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং হবিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।