নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা শাহ্ রাজিব আহমেদ রিংগন এর বিরুদ্ধে দায়েরেরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১অক্টোবর) বুধবার বিকাল ৪ টায় মিছিলটি শহরের হাসপাতাল রোড জুয়েল ম্যানশনের সামন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর রোড বাংলা টাউনের সামনে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্ত হয়।
উক্ত পথসভায় বক্তারা, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি,কে গউছ, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা শাহ্ রাজিব আহমেদ রিংগন, সিনিয়র সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব সহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরেকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবী জানান। উক্ত মিছিল ও পথসভায় নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজে ছাত্রদলের ২ শতাধিক নেতাকর্মী অংশ নেন।