স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছকে বর্তমান স্বৈরাচার সরকার আন্যায়ভাবে গ্রেফতার করে দীর্ঘদিন কারাগারে আটকে রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা নিখোঁজ ইলিয়াছ আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা।
গতকাল মঙ্গলবার সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে তাহসিনা রুশদীর লুনা অবিলম্বে জি কে গউছের নিঃশর্ত মুক্তির দাবি জানান। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা ও কাল্পনিক অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় জি কে গউছকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। যা আইন ও মানবাধিকার পরিপন্থী। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমিয়ে রাখতে সরকার বিরোধী নেতাকর্মীদের উপর হামলা মামলা ও গ্রেফতার-নির্যাতনের পথ বেছে নিয়েছে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার। কিন্তু দমন পিড়নের মধ্য দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। হামলা-মামলা ও গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখা যাবে না, জি কে গউছকে থামিয়ে দেয়া যাবে না। তাই অবিলম্বে জি কে গউছ সহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন। অন্যথায় জনগণ আপনাদের ক্ষমা করবে না।