আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে বুলেট নামক কীটনাশক খেয়ে মমতাজ বিবি (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত মমতাজ বিবি আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের নোয়াগর বড় হাটি গ্রামের মৃত কলমধর উল্লার স্ত্রী। গতকাল ১০অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টার দিকে আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের নোয়াগর বড়হাটি গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে মমতাজ বিবি ইঁদুরের বিষ বুলেট খেয়ে তার বাড়িতে চটপট করতেছিল। পরে স্বজনদের নজরে আসলে থাকে দ্রুত বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। সেখান থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে লাশ সংগ্রহ ও সুরতহাল তৈরীকারী এসআই তরিকুল হাসান হিমন জানান, ইঁদুরের বিষ খাওয়ার বিষয়টি জানতে পেরেছি। ৩টার সময় ঘটনা ঘটেছে। বিকেল ৫টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনা স্থলে যাই এবং সন্ধ্যার দিকে লাশ আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসি। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃত লাশ আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসেন। বর্তমানে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।