শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে দুর্গা পূজা উপলক্ষে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১১৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চুনারুঘাটে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০অক্টোবর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত হয় মতবিনিময় সভা।
চুনারুঘাট উপজেলা নিবার্হী অফিসার সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও প্লাবন পাল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, পৌর মেয়র মোহাম্মদ সাইফুল আলম, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রামকৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক প্রণয় পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি বিধান রঞ্জন পাল, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার সবকটি পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক।
এবার উপজেলায় ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিয়ে মোট ৮৬টি পূজা অনুষ্টিত হবে। পূজা শেষ না হওয়া পর্যন্ত পুলিশের টহল ও নজরদারি থাকবে। কেউ বিশৃংখলা করলে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান অথিতি উপজেলা চেয়ারম্যান বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তি পূর্ণ পরিবেশে উদযাপন করতে সবাই সহযোগিতা করতে হবে। এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই সবার সমান অধিকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com