স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৩ উপলক্ষে আজমিরীগঞ্জ থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমদের সভাপতিত্বে ও ওসি তদন্ত গোলাম ফারুকের সঞ্চালনায় থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আসন্ন দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে মুক্ত আলোচনা করা হয়। উপজেলার ৩৭ টি সার্বজনীন পুঁজো মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পুঁজা উদযাপন কমিটির আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জীবন চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক বিপ্লব দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবলু রায়, শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার, কাকাইলছেও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সহ উপজেলার ৩৭ টি পুুজা মন্ডব কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।