মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ টানা প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যায় হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা তলিয়ে আছে ৬ হাজার একর (হেক্টর) জমির সদ্য রোপন করা রোপা আমনের চারা ও নানান জাতের সবজি। ফলে ভেঙে গেছে চলতি মৌসুমে রোপা আমন চাষ নিয়ে দেখা হাজারো কৃষকের স্বপ্নও। যে সকল কৃষক বিভিন্ন এনজিও ও অন্যান্য সংস্থার ঋণের টাকায় আমনের চারা রোপন করেছেন, প্রতিকূল পরিস্থিতিতে সে ঋণ পরিশোধ নিয়ে তারাই বেশি দুশ্চিন্তাগ্রস্ত। চাষিরা জানান, পানির স্রোতে উপড়ে গেছে সদ্য রোপন করা বেশিরভাগ চারা। যেগুলো জমিতে টিকে রয়েছে, সেগুলোও পানি নামার পর গোড়া পচন রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। ডুবে আছে হাওরের রাস্তা, পাশের ফসলের মাঠও। চলতি মৌসুমের রোপা আমন ধানের চাষাবাদ পড়ে গেছে চরম হুমকির মুখে। ধানচাষে ব্যর্থ হলে খাদ্য সংকটের আশঙ্কাও করছেন তারা। সরেজমিনেও দেখা গেছে, বানিয়াচং উপজেলায় ৯৮ শতাংশ ফসলি জমিতে আমনের চারা রোপন করে ফেলেছিলেন কৃষকেরা। যার অনেকটাই বানের পানিতে তলিয়ে গেছে। কামালখানী হাওরের কৃষক মোঃ আরজু মিয়া, দেওয়ানদীঘীর পাড়ের ইকবাল মিয়া, দক্ষিণ নন্দীপাড়ার সেমিলম মিয়া, কামালখানীর মোজাহিদ মিয়া, যাত্রাপাশার ফয়ছল মিয়াসহ অনেক কৃষক এ প্রতিনিধিকে বলেন, ‘গত বোরো মৌসুমে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় সঠিকভাবে উৎপাদন হয়নি। ফলে লোকসান গুণতে হয়েছে। এবার বন্যার পানিতে তলিয়ে গেছে সদ্য রোপন করা রোপা আমনের চারাও। বন্যার পানি যদি দু’একদিনে কমে যায়, তারপরও জমির অধিকাংশ চারা পচে নষ্টের উপক্রম হবে। ভালো থাকা চারাগুলোও পানি কমলে পচন রোগে নষ্টের আশঙ্কা রয়েছে’। ‘বানের পানি কমলে নতুন করে চারা রোপন করব সে সময়ও এখন নেই। ফলে সরকার যদি বিকল্প হিসেবে কৃষকদের জন্য রবি শস্য সরবরাহ করে, তবেই এ ক্ষতি কিছুটা পূরণ সম্ভব’। এ অবস্থায় ঋণগ্রস্ত কৃষকরা ক্ষতির মুখে চরম বিপদে পড়েছেন। ফলে আসছে বোরো ধান চাষ করা নিয়েও তারা রয়েছেন চরম অনিশ্চয়তায়। এদিকে উপজেলা কৃষি বিভাগের সূত্র অনুযায়ী আগাম বিভিন্ন জাতের শাক সবজির ৫০ হেক্টর জমিও বানের পানির নিচে তলিয়ে আছে। এ অবস্থায় এ সকল আগাম জাতের সবজি চাষীরাও চরম ক্ষতিরমুখে পড়েছেন। সরকারী হিসেবে বানিয়াচং উপজেলায় এ বছর রোপা আমনের লক্ষমাত্রা ছিল ৮ হাজার ৪শ ৫৮ হেক্টর, তন্মধ্যে অর্জিত হয়েছে ৮ হাজার ৭শ ২০ হেক্টর। বানিয়াচং কৃষি বিভাগ সূত্র মোতাবেক এ উপজেলায় বানের পানিতে নিমজ্জিত আছে ১ হাজার ৭০ হেক্টর রোপা আমন ধানের জমি এবং আগাম জাতের শাক সবজি¦ ৫০ হেক্টর। তবে বেসরকারী হিসেবে কৃষকের সাথে আলাপকালে কৃষকের ভাষ্য অনুযায়ী এ ক্ষতির পরিমান কয়েকগুন বেশী হবে বলে তারা এ প্রতিনিধিকে জানিয়েছেন। এ বিষয়ে বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক এর সাথে আলাপকালে তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা নিরুপন করে তাদের পূর্নবাসনের জন্য ব্যবস্থা নেয়া হবে। পানি সরে যাবার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের রবিশস্য, ভুট্টাসহ বিভিন্ন ধরনের প্রনোদনার আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।