স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী আদালতে আত্মসমপর্ণ করে জামিন আবেদন করবেন বলে জানা গেছে। এদিকে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কড়া নিরাপত্তা নেয়া হয়েছে। তবে আজ রবিবার যদি আত্মসমপর্ণ না হয়, তাহলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কাল সোমবার অবশ্যই আত্মসমপর্ণ করবেন নেতাকর্মীরা।
সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩টি মামলা হয়। মামলাগুলোর আসামি জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ জি কে গউছ, মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম, ছাত্রদল সভাপতি রাজিব আহমেদ লিংকন, সাধারণ সম্পাদক জিললুর রহমান, যুবদলের ১ম যুগ্ম সম্পাদক রুবেল চৌধুরী, সৈয়দ মুশফিক হোসেন, যুগ্ম সম্পাদক গোলাম মাহবুব সহ জেলার সবকটি উপজেলার নেতৃবৃন্দ। অনেকেই আবার হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন এনেছেন। সেখান থেকে তাদেরকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কাল সোমবার পর্যন্ত মেয়াদ রয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, কোর্ট পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে আদালত প্রাঙ্গণে।