মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলার মিয়াখানী ডাক্তার বাড়ির ময়না মিয়া মারা যাওয়ার ১৫ দিনের মাথায় তার ছেলে ফজু মিয়াও মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন। একটি সড়ক দূর্ঘটনা ফজু মিয়ার পরিবারকে তছনছ করে দিল। এলাকাবাসী সূত্রে জানা যায়, বড় বাজার স্ট্যান্ড থেকে সিএনজি অটোরিক্সা যোগে হবিগঞ্জ যাচ্ছিলেন ফজু মিয়াসহ বেশ কয়েকজন যাত্রী। বৃহস্পতিবার বিকাল ৪ টায় বানিয়াচং হবিগঞ্জ সড়কের ঢালি মহল্লা সংলগ্ন এলাকায় সিএনজি অটোরিক্সাটি আসামাত্রই মুহুর্তের মধ্যে উল্টে খাদে পড়ে যায়। এতে ফজু মিয়াসহ অন্তত ৫ জন যাত্রী আহত হয়। গুরুতর আহতবস্থায় ফজু মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজু মিয়াকে মৃত্যু ঘোষণা করেন। অপর আহত যাত্রী ৬নং কাগাপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মাকালকান্দি গ্রামের হারান চৌধুরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফজু মিয়ার পিতা ময়না মিয়া ১৫ দিন পূর্বে মারা গেছেন। সেই শোক কাটিয়ে উঠার আগেই সকড় দুর্ঘটনায় মারা গেলেন পরিবারের হাল ধরে রাখার একমাত্র অবলম্ভন ফজু মিয়া। গতকাল ফজু মিয়ার এ মৃত্য সংবাদটি এলাকায় পৌঁছলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয়। নিহত ফজু মিয়ার ২টি অবুঝ সন্তানকে জড়িয়ে ধরে তার স্ত্রীর কান্নায় সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠছিল। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসাইন এ প্রতিনিধিকে জানান, সিএনজি উল্টে খাদে পড়ে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত ফজু মিয়ার লাশটি উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে এবং দূর্ঘটনা কবলিত সিএনজি অটোরিক্সাটি থানায় নিয়ে আসা হয়েছে।