আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে হত্যা মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসমী সাধন সাওতাঁলকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এএসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল ভোররাতে জগদীশপুর চা বাগান এলাকার লেবামারা নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। মামলার সূত্রে জানা গেছে, ২০০৬ সালে দাদনের টাকা নিয়ে ঝগড়া হয় জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ইউনুস মিয়ার সাথে। এক পর্যায়ে সাধন সাঁওতাল দাদন ব্যবসায়ী ইউনুছকে এলোপাথাড়ি আঘাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় চা বাগানের মৃত বীরবল সাঁওতালের ছেলে সাধন সাওতাঁল (৪০) কে আসামি করে জি আর ২৬৮/০৬ হত্যা মামলা রুজু হয়েছিল। ওই মামলার আদালত একমাত্র আসামী সাধন সাঁওতালকে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা জরিমানা রায় ঘোষণা করে। রায় ঘোষণার পর দীর্ঘ কয়েক বছর আসামী পলাতক ছিল। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খান এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।