স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার জালালাবাদ গ্রামে পূর্ব বিরোধ নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে এ সংঘর্ষ হয়। জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুস সহিদের পুত্র সাব্বিরের সাথে ফারুক মিয়ার পুত্র মিঠুন মিয়ার মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।