নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ২নং বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকার সাবেক মেম্বার দীঘলবাক গ্রামের বাসিন্দা হাসান খাঁন সুমনের পিতা ও আওয়ামীলীগের নেতা মোহাম্মাদ রুয়াব আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। গত ২৬ সেপ্টেম্বরব মঙ্গলবার সকাল ৯ টা ২০মিনিটের সময় নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামীলীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি তৃনমূল আওয়ামীলীগকে সু সংগঠিত করতে অনেক পরিশ্রম করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নবীগঞ্জ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইমরান আহমদ। সংবাদপত্রের প্রদত্ত এক বিবৃতিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।