স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈটাখাল হাজীবাড়ি গ্রামের হাজী মোঃ জলিলের ছেলে ইংল্যান্ড প্রবাসী মোঃ আলবখরা ওরফে মোজাহিদ মিয়ার বিরুদ্ধে সরকারী রাস্তা দখল করে সাধারণ গ্রামবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বৈটাখাল হাজীবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ জাকির হোসেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈটাখাল হাজীবাড়ি গ্রামের আনিগং রাস্তাটি পূর্বের রের্কড অনুযায়ী সরকারী রাস্তা। উল্লেখিত সরকারী রাস্তাটি দিয়ে সাধারণ গ্রামবাসীর যানবাহন ও স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মক্তবের ছাত্র-ছাত্রী দীর্ঘদিন ধরে চলাচল করে আসছে। অভিযুক্ত ইংল্যান্ড প্রবাসী মোঃ আলবখরা ওরফে মোজাহিদ মিয়া উল্লেখিত সরকারী রাস্তাটিতে নিজ নামের একটি সাইনবোর্ড লাগান ও রাস্তাটি ইট সলিং করবেন বলে সিদ্ধান্ত নেন। সরকারী রাস্তাটির দুই পাশে কিছু বছর পূর্বে অভিযুক্ত মোঃ আলবখরা ওরফে মোজাহিদ মিয়া বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে ছিলেন। বর্তমানে সরকারী রাস্তাটির দুই পাশের গাছ গুলো কাটার পায়তারা চালাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরো উল্লেখ করা হয়, বেশ কিছুদিন পূর্ব থেকেই অভিযুক্ত প্রবাসী মোঃ আলবখরা ওরফে মোজাহিদ মিয়া উক্ত সরকারী রাস্তাটিতে এলাকার জন সাধারণের বাধা নিষেধ করে আচ্ছে। এমনকি পারিবারিক কাজে কোন যানবাহনও চলাচল করতে দিচ্ছে না। এ ব্যাপারে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ অভিযুক্ত মোঃ আলবখরা ওরফে মোজাহিদ মিয়ার সাথে আলো চলা করতে চাইলে সে কাউকে গ্রাহ্য করে না।