স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সরঞ্জামসহ ৪ জোয়ারী আটক আটক করেছে পুলিশ। গতকাল ২ অক্টোবর সোমবার বিকেলে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের চরঘাট এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হল- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দিয়াগাঁও গ্রামের মনছুব উল্লার ছেলে আবু তাহের (৫৫), সিকান্দরপুর গ্রামের এজারত উল্লার ছেলে মোঃ আবিদুর রহমান (৪৪), বরমপুর গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ জাহির আলী (৩৬), বরকুটা গ্রামের হোসেন আলীর ছেলে মোঃ মুছলিম উদ্দিন (৪০)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ৪ হাজার ৭ শ টাকা জব্দ করা হয়। পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।