প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সোসাইটি ইউ কে, হবিগঞ্জ শাখা নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। গত শনিবার জেলা শহরের রিজেন্সী কমপ্লেক্সে এ সংগঠনের এক সভা অুনষ্ঠিত হয়। হবিগঞ্জ সোসাইটি ইউ কে এর সাধারণ সম্পাদক এম এ মুক্তাকিন সভায় শংখ শুভ্র রায়কে সভাপতি ও কাজী মোঃ আব্দুল মান্নানকে সাধারন সম্পাদক এবং পার্থ প্রতিম সেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ১২ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন, ইসতিয়াক চৌধুরী, মোঃ নওশাদ, কুলদীপ দাস, আব্দুল হামিদ চৌধুরী মাহমুদ, অভিজিৎ চক্রবর্তী, এনামুল হক তালুকদার, সুমন্ত রায়, আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, আব্দুল বাছিত, অলক দত্ত বাবু, দুলাল সূত্রধর ও সৈয়দ আহামুদুল হক সোহেল।