স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় মকসুদ মিয়া (৫০) নামের আরও একজন মারা গেছে। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ঘটনার পর কমপক্ষে ৫-৭টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গত শনিবার রাত ১০ টার দিকে দুইজন নিহতের ঘটনা ঘটে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। নিহতদের লাশের ময়নাতদন্ত শেষে গতকাল বিকালে তাদের দাফন করা হয়। এ ছাড়া এ রিপোর্ট লেখাপর্যন্ত মামলা দায়ের হয়নি।
জানা যায়, ওই উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা ইউসুফ আলী এবং ফারুক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি মামলা মোকদ্দমাও আছে উভয়পরে মধ্যে। স্থানীয় সংসদ সদস্যসহ মাতব্বররা একাধিকবার চেষ্টা করেও বিষয়টি নিষ্পত্তি করতে পারেননি। অবশেষে উভয়পক্ষই পানি নিষ্কাশনের বিরোধপূর্ণ জমির অংশটুকু কিনে নিতে চায়। কেউ কাউকে এ বিষয়ে ছাড় দিতে রাজি নয়। স্থানীয় মাতব্বররা বার বার চেষ্টা করেও এর কোনো সুরাহা করতে পারেননি। সম্প্রতি তাদের মধ্যে বিরোধ আরও চরম আকার ধারণ করে। এর জেরে গত শনিবার রাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে যুবলীগ নেতা ইউসুফ আলী (৩৫) গুরুতর আহত হন। তাদের সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর মধ্যে গুরুতর আহত মকসুদ আলী সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়াতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়ের বলেন, আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। হত্যাকাণ্ড নিয়ে কোনো পক্ষই মামলা করেনি। তবে প্রস্তুতি চলছে।