আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় বুল্লা, বামৈ বাজারসহ বিভিন্ন ফার্মেসী, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল রবিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর বিভিন্ন বিধি অনুযায়ী ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা সুলতানা। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ তার টেকনিক্যাল টিম উপস্থিত ছিলেন। লাখাই থানার একদল পুলিশ ফোর্স সার্বিক সহযোগিতা প্রদান করেন।