বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অগ্নিদগ্ধ হয়ে ১ দিনে নবীগঞ্জের তিন ভাই বোনের মৃত্যু বাহুবলে মা-মেয়েকে গলাকেটে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড মাধবপুরে ছেলের বিয়ের দিন মায়ের মর্মান্তিক মৃত্যু নবীগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ ॥ বখাটেদের গ্রেফতারের দাবীতে মহাসড়ক অবরোধ নবীগঞ্জে লরির পেছনে ট্রাকের ধাক্কায় হেলপারের মৃত্যু চুনারুঘাটে বিএনপির সমাবেশে জিকে গউছ ॥ আমার উপর যারা জুলুম নির্যাতন করেছে তারা এখন নিজের বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের বাসা বাড়িতে এখন বাতি জ্বলে না জাতীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলে স্থান করে নিলেন সিলেট বিভাগ থেকে রাফসান ও সানি মাধবপুরে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা ॥ গ্রেপ্তার ৮ নবীগঞ্জে সাড়ে ৩ হাজার পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার শহর থেকে অপহরণের ৩ দিন পর চুনারুঘাট থেকে যুবক উদ্ধার

বাহুবলের মিরপুরে ভূমি নিয়ে বিরোধের জের ॥ সংঘর্ষে ২ জন নিহত

  • আপডেট টাইম রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুরে ভূমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)। এ ঘটনায় পুলিশ হাসপাতাল থেকে ৪ জনকে আটক করেছে। সংঘর্ষে উভয়পক্ষে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। গুরুতর আহত মকসুদ আলীকে সিলেটে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর চেরাগ আলী ফিলিং স্টেশনের মালিক কামারগাঁও গ্রামের চেরাগ আলীর সাথে ফিলিং স্টেশনের পাশের হাসিম মিয়ার একটি জমি নিয়ে তার ভাতিজা ওই গ্রামের ফারুক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে এর আগেও একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। গত প্রায় ২ মাস পূর্বে সংঘর্ষের ঘটনায় ফারুক মিয়ার পক্ষের লোকজন গুরুতর আহত হয়। দীর্ঘ দিন চিকিৎসার পর তারা বাড়ি ফিরে যায়। এ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলমান।
এর জের ধরে গতকাল শনিবার রাত ৯টার দিকে আবারো দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২৫/৩০ জন লোক আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চেরাগ আলী ফিলিং স্টেশনের মালিক চেরাগ আলীর ছেলে ইউসুফ মিয়া ও ফারুক মিয়ার পক্ষের উস্তার মিয়াকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত মকসুদ আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বাহুবলে সংঘর্ষে আহত লোকজন ও তাদের পক্ষের লোকজনের মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে এসেও মারামারিতে জড়ানোর খবর পেয়ে সদর থানার পুলিশ হাসপাতালে যায়। এ সময় সংঘর্ষের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করা হয়। নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি আবুল খয়ের শনিবার রাত ১১টা ২০ মিনিটে জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। সেখানে শুধু নারী ও শিশুরা রয়েছেন। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান জানান, বাহুবলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এনিয়ে তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com