স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃপেন্দ্র দাসকে গ্রেফতার করেছে পুলিশ। নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় নোয়াখালীর সুধারাম থানা পুলিশ গত ২৯ সেপ্টেম্বর রাতে কৃপেন্দ্র দাসকে গ্রেফতার করে সরাসরি সুধারাম মডেল থানায় নিয়ে যায়। অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী জানান- কৃপেন্দ্র দাসকে গ্রেফতারের জন্য নোয়াখালীর সুধারাম মডেল থানা পুলিশ আমাদের সহযোগিতা চেয়েছে। আমরা তাদেরকে গ্রেফতারে সহযোগিতা করেছি। গ্রেফতারের পর তারা সরাসরি কৃপেন্দ্র দাসকে সুধারাম মডেল থানায় নিয়ে গেছে। নোয়াখালীর ৯টি থানার মধ্যে সুধারাম মডেল থানা একটি। সেখানে বেশ কিছুদিন যাবত বিভিন্ন অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান ও ব্যক্তির সাথে কৃপেন্দ্র দাসের সখ্যতা গড়ে উঠে। বেশ কয়েকজন ব্যক্তির জামানতদারও কৃপেন্দ্র দাস। কৃপেন্দ্র দাসের বাড়ি কাগাপাশা ইউনিয়নের নজিপুর গ্রামে। নজিপুর গ্রামের সরকারের ১নং খাস খতিয়ানের গোপাট রকম ভূমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সরকারের বিভিন্ন দপ্তরের তদন্তেও এর সত্যতা পাওয়া যায়। কৃপেন্দ্র দাসের বিরুদ্ধে থানায় জিডি রয়েছে। বিদেশে পাঠানোর নামে অর্থ আত্বসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হয়েও কৃপেন্দ্র দাস বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।