এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৪০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ঠা সেপ্টেম্বর স্কুল প্রাঙ্গনে রি-ইউনিয়ন অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ইউকে ও ইউরোপ সমন্বয়ে একটি শক্তিশালী গ্রুপ বহির্বিশ্বে কাজ করে যাচ্ছে। সেই নিরিকে বার্মিংহাম, ম্যানচেষ্টারের পর লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্কুলের ১৯৭০ ব্যাচের প্রাক্তন ছাত্র ও কমিউনিটি নেতা এম এ আজিজের সভাপতিত্বে ও ১৯৯১ ব্যাচের ছাত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মারুফ চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, ইউকে ও ইউরোপ সমন্বয়ক কমিটির সদস্য সচিব এম এ মুন্তাকিম, মহিউদ্দিন আহমেদ, আমিনুর চৌধুরী বাহার, জুবায়ের আহমেদ, সামসুদ্দিন আহমেদ, বাকী বিল্লাহ জালাল, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, ইফতেখার মালিক রাসেল, সৈয়দ আশফাকুর রহমান ফারহান, দেবাশীষ বনিক দেবু, এ রহমান অলি, মশিউর রহমান জাবেদ, এ কে এম কামরুল হাসান চৌধুরী, খায়ের আহমেদ, পিটার সব স্কুলের প্রাক্তন ছাত্রবৃন্দরা। ইতিমধ্যে বার্মিংহাম মিডল্যান্ডে সমসেদ বখত রাখী, নাজমুল আজিজ জুবায়ের, এম এ মুন্তাকিম, জুলফিকার চৌধুরী সুমন, এ বি চৌধুরী অপু, গ্রেটার লন্ডনে জুবায়ের আহমেদ, সামসুদ্দিন আহমেদ, দেওয়ান আব্দুল মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, বাকী বিল্লাহ জালাল, শাহ্ আশফাকুল কবীর, মারুফ চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, এ রহমান অলি, আইয়ুব শেখ সোহেল প্রমুখ কাজ করছেন। পুনর্মিলনী অনুষ্ঠানকে সফল ও এর কার্যক্রমকে গতিশীল করার জন্য সৈয়দ আতাউর রহমান পান্নুকে আহবায়ক, চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েলকে যুগ্ম আহবায়ক ও তৈয়বুর রহমান শ্যামলকে সদস্য সচিব করে নর্থওয়ষ্ট রিজিয়ন তথা গ্রেটার ম্যানচেষ্টারের একটি কমিটি গঠন করা হয়। ম্যানচেষ্টার সভায় সভাপতিত্ব প্রাক্তন ছাত্র দেওয়ান মিজবাহ গাজী। সভা পরিচালনা করেন প্রাক্তন ছাত্র তাছাদ্দোক হোসেন বাহার। এতে উপস্থিত ছিলেন নাজমুল আজিজ জুবায়ের, দেওয়ান সৈয়দ ওয়েছউর রেজা, এ বি এম আবুল হায়দার রাজু। ইউরোপে দায়িত্ব পালন করছেন আব্দুল বাছিত চৌধুরী-সুইডেন, মহিবুর রহমান শামীম- বেলজিয়াম, ফেরদৌস করিম আখন্জী -ফ্রান্স, সাইদুর -পর্তুগাল। উল্লেখ্য হবিগঞ্জের পাশাপাশি ইউকে ও ইউরোপ কমিটি আগামী ১৯ নভেম্বর ২০২৩ রবিবার বার্মিংহামে আন্তর্জাতিক পরিসরে রিইউনিয়ন করবে। এতে ইউকে ও ইউরোপের বিপুল সংখ্যাক প্রাক্তন ছাত্ররা অংশগ্রহন করবেন।