স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয়বারের মত সিলেট বিভাগের শ্রেষ্ঠ শালিস বিচারক হিসেবে সম্মাননা অর্জন করলেন পইলের বিশিষ্ঠ ঠিকাদার মোহাম্মদ তাজুল ইসলাম। গত ২৭ সেপ্টেম্বর ঢাকার একটি কনভেনশন হলে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ। উদ্বোধক ছিলেন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজ সেবক নুরুল হুদা ডিউক, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ঢালী প্রমুখ। সভা শেষে সিলেট বিভাগের শ্রেষ্ঠ শালিস বিচারক হিসেবে তাকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মত সম্মাননা ও সনদ পেয়েছেন।
এ দিকেই শ্রেষ্ঠ শালিস বিচারক হিসেবে সম্মাননা অর্জন করায় পইলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।