স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ৯টায় শায়েস্তানগর হাই টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দুইটি রাজনৈতিক মামলা রয়েছে। সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ওই এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আজ রবিবার তাকে কোর্টে প্রেরণের কথা রয়েছে।