স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার, বিশিষ্ট লেখিকা তাহমিনা বেগম গিনি।
স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ এর উপ-পরিচালক (অ:দা:) রুমানা আক্তার। প্রথমে কেক কেটে অনুষ্ঠান শুরু করা হয়। পরে “বিনিয়োগে অগ্রাধিকার-কন্যাশিশুর অধিকার” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, প্রতি বছর ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে জাতীয় কন্যা শিশু পালিত হয়। বাংলাদেশের সমাজে যাতে মহিলারা ভেদাভেদ বা বৈষম্যের শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ২০০০ সালে প্রতি বছর ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস পালনের আদেশ জারি করে। সেই সময় থেকেই প্রতি বছর আলাদা আলাদা প্রতিপাদ্যে দিবসটি পালিত হয়ে আসছে।