চুনারুঘাট প্রতিনিধি ॥ বাল্লা সীমান্তের আসামপাড়া বাজারের আবারো দুই ব্যবসায়ীর দোকানে চুরি সংঘটিত হয়েছে। এ কারনে ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে আতংক।
স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজের সময় চোরেরা বিকাশ ব্যবসায়ী জাকিরের দোকানের ভেড়া কেটে প্রবেশ করে একটি লেপটপ, ৮টি মোবাইল, ১টি বিকাশের মোবাইল ও নগদ টাকাসহ বিপুল পরিমান মালামাল চুরি করে নিয়ে যায়। একই সময় সাইকেল মেরামতকারী আলতা মিয়ার দোকানের একই কায়দায় প্রবেশ করে চুরি করে নিয়ে যায় নগদ ১৩ হাজার টাকা। বিগত ২ মাস পুর্বে বিকাশ ব্যবসায়ী নিজামের ঘরে একই পন্থা অবলম্বন করে একদল চোর ৪ লাখ টাকার মালামাল চুরি করেছিল। আসামপাড়া বাজারের ব্যবসায়ীরা বলেন, গত রমজান মাসে বাজারে কয়েকটি চুরি ও অপকর্ম সংঘটিত হলে বিতর্কীত বাজার সেক্রেটারী আঃ মালেককে অপসারন করে নতুন বাজার কমিটি গঠনের দাবী উঠলে গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলাম বর্তমান কমিটি ভেঙ্গে দিয়ে ঈদুল ফিতরের পরে নতুন কমিটি গঠনের আশ্বাস দেন। কিন্তু সেই আশ্বাসের বাস্তবায়ন না হওয়ায় একটার পর একটা অপকর্ম ঘটে চলেছে। আঃ মালেকের নিয়োজিত বাজার পাহাড়াদাররাই এসব অপকর্ম করছে কিনা তা খতিয়ে দেখে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করে ব্যবসায়ীদের জান-মাল হেফাজত করার দাবী তুলেছেন ব্যবসায়ীরা।