বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

তৃণমূলের কর্মী হিসেবে জনগণের সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চাই-এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান

  • আপডেট টাইম শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান অব্যাহত গণসংযোগ করেছেন। গতকাল বানিয়াচং উপজেলার সুজাতপুর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন-স্বাধীনতার পরবর্তী সময়ে আজমিরীগঞ্জ থেকে শুধু আওয়ামীলীগ নয়, অন্যান্য কোন দল থেকে আজমিরীগঞ্জে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জের মানুষের দাবি এমপি প্রার্থী আজমিরীগঞ্জ থেকে দেওয়া হোক। যেহেতু জননেত্রী শেখ হাসিনা জনগণের কথা সব সময় চিন্তা করেন এবং জনগণকে প্রাধান্য দিয়ে থাকেন। জনগণের দাবির প্রেক্ষিতে তিনি আজমিরীগঞ্জ থেকে এবার আওয়ামীলীগ ও নৌকার প্রার্থী দেবেন। আমি আওয়ামীলীগের তৃণমূলের একজন কর্মী হিসেবে সব সময়ই জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছি এবং আজীবন পাশে থাকতে চাই। বিগত বন্যা ও করোনাকালীন সময়ে দরিদ্র অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। করোনার সময় নিজের জীবনের ঝুকি নিয়ে কাজ করতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হয়েছি। এই অঞ্চলের জনগণের ভালাবাসা নিয়ে আমি রাজনীতি করছি। জনগণের পাশে থাকাই বিগত গত উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন ও নৌকা প্রতিক দেওয়ায় জনগণ আমাকে বিপুল ভোটে আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন। দলীয় প্রার্থী হিসেবে আজমিরীগঞ্জ উপজেলায় আমিই প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই আজমিরীগঞ্জের উন্নয়নের পাশাপাশি আওয়ামীলীগের দলীয় কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহন করছি। উপজেলা ও জেলায় দলের প্রতিটি কর্মসূচিতে নিয়মিত অংশ গ্রহন করে আসছি। এবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আমি আশাকরি জননেত্রী শেখ হাসিনা সব কিছু বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দেবেন। গনসংযোগকালে তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এ সময় সাথে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমান, জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজিউর রহমান গাজিসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com