মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার সন্তানের বিবস্ত্রতা দেখে অসুস্থ পিতার মৃত্যু মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার খোশ আমদেদ মাহে রমজান নবীগঞ্জে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন বাহুবলে অবৈধভাবে পরিচালিত দুই ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেপ্তার বানিয়াচং সড়কের শুটকি ব্রিজে ডাকাতের কবলে দুই প্রবাসী বানিয়াচংয়ে ‘নাইন মার্ডার’ মামলার আসামী আ.লীগ নেতা রিয়াজ গ্রেফতার নবীগঞ্জে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সার্ভিসিং সেলের এইচ.আর নিযুক্ত হওয়ায় কামরুল ইসলামকে সংবর্ধনা শায়েস্তাগঞ্জের নুরপুর ইউনিয়ন যুবদলের ইফতার মাহফিল

মাধবপুরে জালিয়াতির মাধ্যমে পল্লী বিদ্যুতের মিটার স্থানান্তরের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ২৪ আগস্ট, ২০১৪
  • ৩৬৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জালিয়াতির মাধ্যমে পল্লী বিদ্যুত সমিতির মিটার স্থানান্তরের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পশ্চিম মাধবপুর গ্রামের আক্তার মিয়া বাদী হয়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতিতে একাধিক লিখিত অভিযোগ দায়ের করেছেন। সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর পূর্বে আক্তার মিয়া হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির নোয়াপাড়া জোনাল অফিসের আওতায় আবেদনের মাধ্যমে তার নিজ নামে হিসাব নং ২০৮/৪৭৯৫ স্থাপন করে নিয়মিত বিদ্যুত বিল পরিশোধ করে আসছেন। কিন্তু সাংসারিক অস্বচ্ছলতার কারণে কিছু দিন স্থানান্তরে থাকায় বিদ্যুতের লোকদের যোগসাজসে তার মিটারটি পার্শ্ববর্তী ইন্তাজ উদ্দিনের ছেলে আবু বক্করের নামে নিয়ে নেয়। সে বাড়িতে এসে বিষয়টি জানতে পেরে হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজারসহ নোয়াপাড়া জোনাল অফিসে একাধিক লিখিত আবেদন করেও এ ব্যাপারে কোনো সুরাহা পায়নি। আক্তার মিয়া আরো জানান, সম্পূর্ন আইন বহির্ভূতভাবে তার নিজ নামে থাকা মিটারটি পল্লী বিদ্যুতের লোকজন মোটা অংকের উৎকোচের বিনিময়ে পার্শ্ববর্তী আবু বক্করের ঘরে স্থাপন করে দেন। তিনি আরো জানান, এ নিয়ে জোনাল অফিস নোয়াপাড়া সহ হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির শায়েস্তাগঞ্জ অফিসে লিখিত অভিযোগ সহ বার বার যোগাযোগ করেও এ ব্যাপারে কোনো ফলাফল পাওয়া যায়নি। এ অভিযোগের ব্যাপারে নোয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম এএইচএম আরিফুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদেরকে অভিযোগটি নিয়ে অফিসে আসলে কথা বলা যাবে বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com