রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

বাহুবলে কৃষি কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের উপ-সহকারি কৃষি কমকর্তা নুরুল ইসলাম খানের অনিয়ম দুর্নীতি ও ঘুষ গ্রহনের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, সাবেক মেম্বার এলাইছ মিয়া, এমআর মামুন, আমির আলী, আব্দুল হান্নান, রায়হান আহমেদ, হিরণ মিয়া, সাহেব আলী প্রমুখ। মাবনবন্ধনে ভুক্তভোগী কৃষকরা বলেন, উপজেলা উপ-সহকারি কৃষি কমকর্তা নুরুল ইসলাম খান বাহুবলের সন্তান। অথচ তিনি বাহুবলে সাধারণ কৃষকদের কাছ থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ঘুষ গ্রহন করে যাচ্ছেন প্রতিনিয়ত। যার অনিয়ম ও দুর্নীতির কারণে অতিষ্ট হয়ে উঠছে সাধারণ মানুষ। ভুক্তভোগী কৃষকরা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘন্টার ভেতরে যদি তাকে বাহুবল থেকে অপসারণ করা না হয় তা হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, বাহুবল উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম খানের বিরুদ্ধে কৃষকের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠামাত্র তাকে বদলির আদেশ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ খান। গত ১৫ সেপ্টেম্বর তাকে বাহুবল থেকে সিলেটের দোয়ারাবাজারে বদলি করা হয়। এর মধ্যে গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত মহাপরিচালক স্বাক্ষরিত অফিস আদেশে তার বদলি রদ করা হয়। মাত্র পাঁচ দিনের মাথায় বদলি রদ হওয়ার খবরে বাহুবলের কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। এর পুর্বে ৫ সেপ্টেম্বর নুরুল ইসলাম খাঁনের বিরুদ্ধে ঘুষ নেয়ার লিখিত অভিযোগ করেন বাহুবল উপজেলার যশপাল গ্রামের কৃষক ইলিয়াছ আলী ইউসুফ। এরপর ১১ সেপ্টেম্বর কৃষকেরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com