মরহুম এডঃ সামছুদ্দিন আহমেদ রানা ও এডঃ সেলিনা সুলতানার মেয়ে রুহসানিয়া রোহান রুনিয়া (রাখি) বিএসসি সম্মান পরীক্ষায় কৃতিত্বপুর্ণ ফলাফল অর্জন করেছে। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যিালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে ১ম শ্রেণীতে ২য় হয়েছে।
রুখসানা রোহান রুনিয়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল। সে ৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তি পায়। তার ভাই রবিউল আলম রাকিব এলএলবি ও এলএলএম ডিগ্রী অর্জন করে ঢাকা বার-এ আইন প্র্যাকটিস করছে।
হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের মরহুম জহুর আলী স্ট্যাম্প ভেন্ডারের নাতনী রুখসানা রোহান রুনিয়া একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন শেষে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে এবং বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী। সে তার ফলাফল অর্জনে পিতা-মাতার পাশাপাশি চাচা এডভোকেট তাজ উদ্দিন সুফি, জিয়া উদ্দিন বাবুলসহ সকল চাচার প্রতি কৃতজ্ঞ।