বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে কাল বৃহস্পতিবার নিমতলা থেকে জসনে জুলুছ

  • আপডেট টাইম বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদে মিলাদুন্নবী স: উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জসনে জুলুছ অনুষ্ঠিত হবে। ওই দিন বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড জুলুছ সহকারে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ নিমতলায় জড়ো হবেন। সেখানে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত আলোচনা সভায় প্রখ্যাত আলেম ও আমন্ত্রিত অতিথিগণ আলোচনায় অংশগ্রহণ করবেন। পরে সিনিয়র উলামায়ে কেরাম ও আমন্ত্রিত অতিথিগণের নেতৃত্বে নিমতলা থেকে জুলুছ শুরু হবে। জুলুছটি শহরের প্রধান সড়ক দিয়ে চৌধুরী বাজার পয়েন্ট হয়ে ব্যাকরোড দিয়ে প্রেসক্লাবের সামন দিয়ে পুনরায় নিমতলা গিয়ে পুনরায় জমায়েত হবে। এ সময় সালাতু সালাম ও আখেরী মোনাজাতের মাধ্যমে পবিত্র জছনে জুলুছের ঈদ-এ-মিলাদুন্নবী স: এর সমাপ্তি ঘোষনা করা হবে।
গতকাল রাতে মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়ার বাসভবনে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জ জেলা আয়োজিত মতবিনিময়কালে উপরোক্ত কর্মসুচি ঘোষনা করা হয়। এতে বক্তব্য রাখেন মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া। আসন্ন জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) এর প্রস্তুতি কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ঈদ-এ-মিলাদুন্নবী স: প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব গোলাম সরওয়ারে আলম।
লিখিত বক্তব্যে বলা হয়, মহান আল্লাহ পাকের নির্দেশে তাঁর প্রিয় নবীর বেলাদতের বা এই পৃথিবীতে শুভাগমনের জন্য খুশি উদযাপন করা ধর্মপ্রাণ প্রত্যেক মুমিন মুসলমানের উপর ঈমানী দায়িত্ব। খুশি বা আনন্দ প্রকাশের মহৎ পদ্ধতি হল জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা। আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের মাধ্যমে হবিগঞ্জে জশনে জুলুছের আয়োজন হয়ে আসছে। বিগত ২০০৫ সাল থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদ হবিগঞ্জের পক্ষ থেকে বৃহৎ পরিষরে আমরা আপামর মুসলমানদের নিয়ে এই পবিত্র জুলুছের আয়োজন করে আসছি। ১৯৭৪ সালে চট্টগ্রামে যে জুলুছের সূচনা হয়েছিল সেটি এখন বাংলাদেশের গন্ডি পেরিয়ে পৃথিবীর ১২৯টি দেশে পালিত হয়ে আসছে। বাংলাদেশ সরকার এটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। সেজন্য আমরা ধন্যবাদ জানাই এবং দাবী জানাই অন্যান্য দেশের ন্যায় যেন সরকারি ব্যবস্থাপনায় ও পৃষ্ঠপোষকতায় ব্যাপক পরিসরে ঈদ-এ- মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওঃ ফরিদ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক কাজী মাওঃ এম এ জলিল, পৌর কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান আওয়াল, মাওঃ আবু তৈয়্যব মোজাহিদী, মুফতি তাহির উদ্দিন সিদ্দিকী, মাওঃ হাফেজ রেজাউল করিম, হাফেজ কারী এবাদুল হক চৌধুরী, হাফেজ আব্দুর রহমান সেলিম, হাফেজ ইদ্রিস আলী, হাফেজ আব্দুল মোহিত, হাফেজ রুকনুজ্জামান, হাফেজ মোঃ জুয়েল, আলহাজ্ব মফিজুর রহমান টিটু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com