রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

এবার আজমিরীগঞ্জ উপজেলা থেকে এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানালেন-মর্ত্তুজা হাসান

  • আপডেট টাইম বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গতকাল তিনি গুনই বাজার, কাগাপাশা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়াও বড়ইউরি ফুটবল খেলার মাঠে খেলোয়ারসহ উপস্থিত লোকজনদের সাথে কৌশল বিনিময় করেন। এ সময় তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দেওয়ায় আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আজমিরীগঞ্জের উন্নয়নের পাশাপাশি আওয়ামীলীগের দলীয় কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহন করেছি। উপজেলা ও জেলায় দলের প্রতিটি কর্মসূচিতে নিয়মিত আমি অংশ গ্রহন করে আসছি। পাশাপাশি জনগণের জনগণের সুখ-দুঃখে পাশে থেকেছি। বিগত বন্যা ও করোনাকালীন সময়ে দরিদ্র অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। করোনার সময় নিজের জীবনের ঝুকি নিয়ে কাজ করতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হয়েছি। যেহেতু জনগণের ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এই ভালবাসার মধ্যেই বেঁচে থাকতে চাই। এখন আমার প্রধান লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে বানিয়াচং-আজমিরীগঞ্জের জনগণের সেবা করা। তিনি আরো বলেন-স্বাধীনতার পর থেকে আজমিরীগঞ্জ থেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী দেওয়া হয়নি। এবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি আজমিরীগঞ্জ উপজেলা থেকে এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ার জন্য। আমি আশাকরি জননেত্রী শেখ হাসিনা সব কিছু বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দেবেন। আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগনের কল্যাণে আজীবন কাজ করবো। গনসংযোগকালে তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় সাথে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমানসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com