স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে জেন্ডার লেন্স ব্যবহার করে শিক্ষা বাজেট বিশ্লেষন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে সকাল ১১ টায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
স্বাগত বক্তব্য রাখেন, এসেড হবিগঞ্জের ফাইনান্স এন্ড এডমিন অফিসার মোঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, সাংবাদিক এস এম খোকন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার লিটন সুত্রধর, সম্পদ কান্তি দাশ তালুকদার, ইকবাল হোসেন, বিপুল ভূষন রায়, মাওলানা আবদাল হোসাইন খান, মুবাশ্বির আহমদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, বদরুল আলম, আব্দুল মান্নান চোকদার, আব্দুস সজীব খান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।