নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাও গ্রামের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধের সেক্টর কমান্ডার দেওয়ান মাহবুবুর রব সাদীর চাচা বিশিষ্ট সমাজ সেবক নবীগঞ্জ প্রেসক্লাবের দাতা সদস্য প্রকৌশলী দেওয়ান জিল্লুল হক চৌধুরী (৮০) আর নেই। তিনি গত বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি…রাজিউন)। গত সোমবার তাঁর লাশ দেশে আসে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় নিজ গ্রামে জানাজা অনুষ্টিত হয়েছে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিগত জিবনে তিনি বাংলাদেশ জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন।