স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আদালত পাড়ায় কোর্ট ফি ও স্টাম্প সংকটের অজুহাত দেখিয়ে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। ফলে আইনজীবি ও বিচারপ্রার্থীরা ভোগান্তির স্বীকার হচ্ছেন। প্রতিদিন আদালতে বিপুল পরিমান টাকার স্টাম্প ও কোর্ট ফি ব্যবহৃত হয়। কোনো সময় বিচারপ্রার্থীরা ক্রয় করেন, আবার কোনো সময় আইনজীবি ও সহযোগিরা কিনেন। তবে প্রতিটি মামলাসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে এগুলো ব্যবহার করতে হয়। কয়েকজন আইনজীবি ও বিচার প্রার্থীরা জানান, কিছু অসাধু স্টাম্প ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যে চেয়ে অতিরিক্ত দামে স্টাম্প ও কোট ফি বিক্রি করছেন।
এ বিষয়ে আইনজীবি ও বিচারপ্রার্থীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তবে কয়েকজন স্টাম্প ভান্ডার জানান, ট্রেজারীতে মাল সংকট থাকায় বিভিন্ন জেলা থেকে কিনে এনে বিক্রি করতে হচ্ছে। ফলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হয়।