আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পুলিশের পিকআপ ও বিদেশর যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে তিন পুলিশ সদস্য সহ ৭ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ডাক্তার বাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার জেলার বড়লেখা থেকে ঢাকা শাহজালাল আর্šÍজাতিক বিমানবন্দরে যাওয়ার পথে একটি প্রবক্স প্রাইভেটকারে একই পরিবারের চারজন রওনা দেন। সন্ধায় ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উল্লেখিত এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল পিকআপকের মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ি ধুমড়েমুচড়ে যায়। প্রাইভেটকার আরোহী রোমানিয়া গামী যাত্রী মৌলভীবাজার জেলার বড়লেখার উপজেলার ধর্মদীহি গ্রামের রবিন্দ্র দাসের ছেলে রাজিব দাস (২৫), তার ভাই রাজন দাস. চাচা দীলিপ দাস, বোন জামাই অর্জুন দাস, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এস আই মনিরুল ইসলাম, কনষ্টেবল নূরু নবী ও মিজানুর রহমান আহত হন। গুরুতর আহতদের অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত রাজিব দাস জানান, রাত ৩ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে তার রোমানিয়া যাওয়ার কথা ছিল। স্বজনরা তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। এতে সে সহ পরিবারের ৪ জন সদস্য গুরুত্বর আহত হয়েছে।
হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই মনিরুল কনষ্টেবল ও নূর নবী গুরুত্বর আহত হয়েছেন।