স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় জে.কে. এন্ড এইচ.কে. স্কুল এন্ড কলেজ মাঠে মশক নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
কর্মসূচির উদ্বোধনীতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত সভাপতি বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন। এ সময় উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত সহ-সভাপতি মোতাহের হোসেন রিজু, বিপ্লব রায় চৌধুরী, আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা ফয়সল, জলিলুর রহমান বদরুল, সাংগঠনিক সম্পাদক এম.এ.মামুন, মানিক মিয়া, মহিবুর রহমান মাহি, ত্রাণ সম্পাদক মোঃ শাহাজাহান মিয়াসহ জেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দ, পৌর যুবলীগের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।