স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা বোমাপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত রোকেয়া খাতুন (৪৫), রুস্তম আলী (৫৫), মাহফুজ মিয়া (২৫), হাফিজা খাতুন(২৫), মুল্লুক চানঁ বিবি (৫৫), হেফজু মিয়া (২৬), আফরোজা বেগম (৩০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের রুস্তম আলী ও রুকম আলীর মধ্যে দীর্ঘদিন যাবৎ বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল রুকম আলীর সীমানায় রুস্তমম আলীর মোরগ গেলে রুকম আলীর স্ত্রী রোকেয়া খাতুন ওই মোরগটি মেরে ফেলে। এরই জের ধরে দু পক্ষের সংঘর্ষে উল্লেখিতরা আহত হয়।